ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ,প্রতিপক্ষের লাঠির আ-ঘা-তে লিটন নামে এক যুবক নি-হ-ত ও মজনু, বদিয়ার ও সীজান নামে -৩ জন আহত হয়েছেন।
স্হানীয় লোকজনের মাধ্যমে জানা যায় শুক্রবার জমির ফসল নষ্ট কে কেন্দ্র করে সন্ধায় ছাগল মালিক সাবেক মহিলা মেম্বার রেহেনা,তার স্বামী আহমেদ এর সাথে ক্ষতিগ্রস্ত ফসল মালিক স্হানীয় মজনুর সাথে কথাকাটি হয়। এক পযার্য়ে উভয় পক্ষের মানুষজন সংঘর্ষে লিপ্ত হলে লিটন, মজনু,বদিয়ার,সীজান সহ অনেকেই আহত হয়।আহতদের মহেপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে অবস্হা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থা রাত ১২ টার দিকে লিটন কে মৃত্যু ঘোষনা করে। নিহত লিটন(৩৫) একই গ্রামের আজিজুল ইসলাম এর ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি শামীম উদ্দিন জানান উক্ত ঘটনার হত্য মামলা দায়ের করা হয়েছে।