1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

মোয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৮৯ বার নিউজটি পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় ১০ বছরের একটি শিশুকে মুড়ির মোয়া খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩৫) নামে এক গার্মেন্টস শ্রমিককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

আটক জহিরুল ইসলাম (৩৫) সিরাজগঞ্জ জেলার জলিল খলিফার ছেলে বলে জানা গেছে। তবে তিনি আশুলিয়ার ভাদাইলের পবনারটেক উত্তরপাড়া এলাকার ভোটার। জাতীয় পরিচয়পত্রে তার স্থানীয় ঠিকানা দেওয়া আছে ভাদাইলের পবনারটেক। তিনি ভাদাইলের পবনারটেক উত্তরপাড়ার নুরুল হকের বাড়িতে ভাড়া থেকে বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানায় ক্লিনার পদে কাজ করতেন।

 

ভুক্তভোগীর নানি জানান, ভুক্তভোগীর বাবা পোশাক শ্রমিক আর মা প্রবাসী। বাবা পোশাক শ্রমিক হওয়ায় প্রতিদিনের মতো সকালে বাসায় মেয়েকে রেখে কাজে যায়। জহিরুল ইসলাম প্রতিবেশী হওয়ায় ভুক্তভোগীদের বাড়িতে আগে থেকে যাতায়াত করতেন। সকালে বাসায় কেউ না থাকার সুযোগে বাসায় প্রবেশ করে ওই শিশুকে মুড়ির মোয়া খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় জহিরুল পালিয়ে যায়। ভুক্তভোগীর দাদি বাসায় গিয়ে দেখেন তার নাতনি কান্নাকাটি করছে। পরে নাতনির কাছ থেকে ঘটনা শুনে স্থানীয় মেম্বারকে জানালে অভিযুক্তকে ধরে থানায় সোপর্দ করা হয়।

 

এ ব্যাপারে ওয়ার্ড আ.লীগের প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রকি বলেন, ঘটনা শুনে স্থানীয় মেম্বার আমাকে জানান। খবর পেয়ে জহিরুলকে তার কর্মস্থল থেকে ডেকে নিয়ে ঘটনার সত্যতা জানতে চাইলে জহিরুল সব স্বীকার করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়

 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) ভজন কুমার বলেন, এ ঘটনায় জহিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel