ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কৃতি সন্তান নেপা ইউনিয়নের গর্ভ আজাদ রহমান এ্যডিশনাল এসপি হতে এসপি পদে পদোন্নতি পেয়েছেন।
বিসিএস (পুলিশ) ক্যাডারের পৃথক দুটি প্রজ্ঞাপনে ১৭৭ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তারা পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) (গ্রেড-৫) হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এসপি আজাদ রহমান নাপায় মাধ্যমিক পাশ করে ঝিনাইদহ কেসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়া তিনি বিসিএস উত্তীর্ণ হন । তাঁর এই ধারাবাহিক সাফলতায় মহেশপুর তথা ঝিনাইদহ জেলাবাসী তাঁকে শুভকামনা জানিয়েছেন।