দীর্ঘ পাঁচ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন ৮০ দশকের জনপ্রিয় নায়িকা জিনাত আমন। ‘বান টিক্কি’ নামক একটি ছবির মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবির অভিনেত্রী জিনাত। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করবেন শাবানা আজমি এবং অভয় দেওল। বিষয়টি নিশ্চিত করেছেন পোশাকশিল্পী মণীশ মলহোত্র।
নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মণীশ। সেখানে জিনাত, শাবানা এবং অভয়কে একসঙ্গে দেখা যাচ্ছে। লিখেছেন, আমি শুরু থেকেই এই দুই অভিনেত্রীর ছবি, গান এবং পোশাকের ভক্ত। দু’জনে একে অপরের থেকে খুবই আলাদা হয়েও ওঁদের নিজস্ব সিনেমার স্মৃতি আমাদের মনে আজও উজ্জ্বল। ওঁদের দু’জনের সঙ্গে অভয় দেওলের মতো অভিনেতা আমাদের ছবিতে অভিনয় করতে রাজি হয়েছেন বলে আমি গর্বিত।
ছবিটি পরিচালনা করবেন ফরাজ আরিফ আনসারি। এর আগে পরিচালকের ‘শির কোর্মা’ নামে এক স্বল্পদৈর্ঘ্যের ছবি সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন শাবানা আজ়মি এবং দিব্যা দত্ত।
প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এবং আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘পানিপথ’ ছবিতে সাকিনা বেগমের চরিত্রে অভিনয় করেছিলেন জ়িনাত। পাঁচ বছরের বিরতি কাটিয়ে ফের ক্যামেরার সামনে শট দেবেন এই বর্ষীয়ান অভিনেত্রী। খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে উৎসাহ প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রীর অনুরাগীরা। চলতি মাসেই শুরু হবে ‘বান টিক্কি’-র শুটিং।