গাজীপুরের জয়দেবপুর থানার বাঘের বাজার এলাকায় কোয়ালিটি ফিড কারখানার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
রোববার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে।
স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে শ্রীপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মাছ ও মুরগির তৈরিকৃত খাবার রাখার গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান তারা।
তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকার কোয়ালিটি ফিড নামে মুরগির খাবার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।