বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন খাগড়াছড়িতে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
রোববার (৫ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের জিরোমাইল টিলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
এর আগে ভোরে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও দীঘিনালার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করেন অবরোধকারীরা। তবে ভোরে নৈশকোচগুলো পুলিশি নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছায়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার আছে। পরিবহনসংশ্লিষ্ট ও ব্যবসায়ীরা চাইলে পুলিশ পাহারায় পণ্য ও যাত্রী পরিবহন স্বাভাবিক রাখা হবে।