চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি মাত্র ঘটনাস্থলে এসেছি। তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত করতে পারিনি।