৩রা নভেম্বর রোজ শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পদযাত্রা শুরু হলো।
দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নে পথে, মানবিক শওকত এর দীর্ঘ দিনের স্বপ্ন ও চাওয়া ছিল বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল, অনেক দেনদরবার, চেষ্টা, প্রচেষ্টার পর আলহামদুলিল্লাহ আমরা আপাতত একটা ভাড়া করা বহুতল ভবন ব্যবস্থা করেছি বেওয়ারিশ মা, বাবা, ভাই ও বোনদের জন্য, এখানে চিকিৎসা ও পুনর্বাসন হবে ইনশাআল্লাহ, যে কোন জায়গায় যদি আপনি কোন বেওয়ারিশ এর খবর পান আমাদের জানান, সাথে সাথে আমাদের লোক গাড়ি নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন, সম্পুর্ণ বিনামূল্যে চিকিৎসা ও থাকা খাওয়ার ব্যবস্থা হবে, এই মহৎ কাজে যারা আমাদের সহযোগিতা করেছেন আল্লাহ ওনাদের দান কবুল করুন, এখনো আমাদের অনেক কিছু প্রয়োজন, এটা বৃদ্ধাশ্রম নয়, বেওয়ারিশ হাসপাতাল, আপনাদের আন্তরিকতা ও সহযোগিতাই পারবে একটা মানবিক বাংলাদেশ গড়তে, গতকাল যে সমস্ত হৃদয়বান মানুষ আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তা কখনো ভোলার নয়, আসুন আমাদের সাধ্যমত অসহায় দের পাশে থাকি,
যে কোন প্রয়োজনেঃ ০১৬৩১৩৫৯৯৩৪
হাসপাতালের ঠিকানা,
ওমর ফারুক বিল্ডিং, শহীদ উল্লাহ পাড়া, ৬ নং ওয়ার্ড, পশ্চিম বাথুয়া, শিকারপুর ইউনিয়ন, হাটহাজারী,
চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে এভারকেয়ার হাসপাতাল যাবার যে রাস্তা আছে সেই রাস্তাই এভারকেয়ার হাসপাতালের ৩০ গজ আগে হাতের বাম পাসে যে রাস্তা আছে সেই রাস্তা ৫ মিনিট হাটলেই বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, এই পোস্ট টি শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌছে দিন।