পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর বহরে সশস্ত্রগোষ্ঠীর হামলায় অন্তত ১৪ সেনা নিহত হয়েছেন৷ শনিবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী৷
এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাত চলছে৷ রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই দেশব্যাপী এই সংঘাতেই শুরু বলে ধারণা করা হয়৷
সেনা বাহিনীর দেয়া বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তারক্ষীদের বহনকারী বেলুচিস্তানের গাদার জেলার পাসনি থেকে ওমারাগামী দুটি গাড়িতে হামলা চালায় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা।
হামলার সঙ্গে কোন গোষ্ঠীটি জড়িত বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি৷ প্রাকৃতিক সম্পদের ভরপুর বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে৷
তারওপর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রদেশটির সাধারণ মানুষের৷ তাদের দাবি, তাদের অঞ্চলের প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত আয়ের অংশ ন্যায্যভাবে বণ্টন করা হয় না৷
সেনাবাহিনী আরো জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে এবং ঘটনার সঙ্গে দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে৷