ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। হাইভোল্টেজ এ ম্যাচে মাঠে নামার আগে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টস জিতে তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে কিউইরা প্রথমে ব্যাটিংয়ে নামবে।
শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুতে বাংলাদেশ সময় সকাল ১১টায় ‘ডু অর ডাই’ ম্যাচে মাঠে নামবে দল দুটি।
এদিকে পয়েন্ট টেবিলে পাকিস্তানের চেয়ে ভালো অবস্থান কিউইদের। ব্ল্যাকক্যাপসদের চেয়ে এক ধাপ পিছিয়ে থাকায় জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাবর আজমদের। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে পাকিস্তান। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে কিউইরা।
টানা চার জয়ে বিশ্বকাপ শুরু করেছিল নিউজিল্যান্ড। এরপর ভারতের কাছে হেরে জয়রথ থামে কিউইদের। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা কাছেও হারের স্বাদ নিয়েছে বর্তমান ওয়ানডে রানার্স-আপরা। টানা তিন ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়েছে ব্ল্যাক-ক্যাপসরা।
এদিকে নিজেদের প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা চার পরাজয়ে সেমির পথ বেশ কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের। সর্বশেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেট হারিয়ে আবারও সেমির দৌঁড়ে ফিরেছে দলটি।
ওয়ানডেতে এখন পর্যন্ত ১১৫ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-পাকিস্তান। এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ৫১টি আর পাকিস্তান জিতেছে ৬০টিতে। এ ছাড়া একটি ড্র এবং তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বিশ্বকাপে জয়েও কিউইদের বিপক্ষে এগিয়ে পাকিস্তান। ৯ বারের মোকাবিলায় পাকিস্তান জিতেছে সাতটিতে, নিউজিল্যান্ডের জয় মাত্র দুটি ম্যাচে। সর্বশেষ ২০১৯ সালে বিশ্বকাপে ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান।
মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে দুই দলই তাদের একাদশে পরিবর্তন এনেছে। কিউই একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। অপরদিকে পাকিস্তান দলে জায়গা হারিয়েছেন স্পিনার উসামা মীর। দ্য গ্রিন ম্যানদের একাদশে ফিরেছেন পেসার হাসান আলি।
কিউই শিবিরে জায়গা হারিয়েছেন ওপেনার উইল ইয়াং। চোটের কারণে একাদশে নেই জিমি নিশাম ও ম্যাট হেনরি। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন উইলিয়ামসন, ইশ সোধি ও মার্ক চ্যাপম্যান।
পাকিস্তান একাদশ :
আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আগা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।
নিউজিল্যান্ড একাদশ :
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস,মার্ক চ্যাপম্যান, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।