মানিকগঞ্জের দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চকমিরপুর ও খলসী ইউনিয়ন এ ১৩টি ড্রেজার বন্দ ও কয়েকটিতে জরিমানা করেন।
১ লা নভেম্বর রোজ বুধবার বেলা ১২টায় চকমিরপুর ইউনিয়ন এর চর মাস্তুল গ্রামের আয়নাল শেখ দির্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল, তা হাতে নাতে ধরে তাকে ৭৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। এ ছাড়াও আশে পাশের বৈনা ঘাট সহ কলিয়া ইউনিয়ন এর সকল ড্রেজার বন্দ করে দেয় এই ভ্রাম্যমাণ আদালত টিম।
অভিযানটি পরিচালনা করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি )ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম ফয়েজ উদ্দিন।, তার সাথে সহযোগিতা করেন দৌলতপুর থানার চৌকস পুলিশ টিম ও ভূমি অফিসের স্টাফ সহ, আনসার টিম।
এ অভিযানে ড্রেজার চালিয়ে বালি ও মাটি বিক্রি নিষেধ করেন এবং এতে ফসিল জমি নষ্ট করে দেশের ক্ষতি করা হয় এবং ড্রেজার দিয়ে বালি উত্তোলন এ আশেপাশের জমি নষ্ট হয় সকলকে বোঝানোর চেষ্টা করেন।এবং এটা যে দণ্ডনীয় অপরাধ তা সবাইকে বোঝানোর চেষ্টা করেন।