বি এন পি জামাতকে প্রতিহত করতে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক সহ বিভিন্ন রাস্তায় মহড়া ( শো ডাউন) দিয়েছেন নৌকার মনোনয়ন প্রত্যাশি সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান। বিএনপি’র তিন দিনের অবরোধের বিরুদ্ধে বুধবার সকাল থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত আহম্মদ আল জামানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কুশুরা থেকে শুরু করে বালিয়া আমতা কালামপুর দিয়ে ঢাকা আরিচা মহাসড়কের বারবাড়িয়া থেকে ইসলামপুর পর্যন্ত বিশাল মটরসাইকেল মহড়া দেন। এসময় বিএনপি জামাত বিরুদ্ধে স্লোগান দেন তারা।
বিশাল এই মহড়ায় আহম্মদ আল জামানের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোহাদ্দেছ হোসেন, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজীর আহম্মদ মুকুল, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, জেলা পরিষদের সদস্য সানাউল হক সুজন, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ বাবুল হোসেন উয়ায়েছি, উপজেলা যুবলীগ নেতা আলমগীর হোসেন, ধামরাই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ঢাকা জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক তুষার আহমেদ শান্ত, কুশুরা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সাধারন সম্পাদক কৌশিক আহমেদ প্রমুখ।
পরে সাংবাদিকদের সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান বলেন,বিএনপি জামাতকে প্রতিহত করতে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি মহাসড়ক পাহাড়া দিচ্ছেন। নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি মাঠে থাকবেন।
তিনি আরও বলেন, বিএনপি জামাতের অবরোধ জনগন প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনে বিএনপির পরাজিত নিশ্চিত জেনে তারা নৈরাজ্য করার চেষ্টা করছে।
সিআইপি আরও বলেন, বিএনপির হরতাল অবরোধ প্রতিহত করতে আমরা মাঠ ছাড়ি নাই। আমরা সারা জীবন মাঠে ছিলাম আগামী দিনেও থাকব। শোডাউন শেষে ডাউটিয়া চেয়ারম্যান আড়তে গরু জবাই করে নেতাকর্মীসহ উপস্থিত সকলকে দুপুরের ভুড়িভোজ করান সিআইপি আহম্মদ আল জামান।