চট্টগ্রামের কর্ণফুলী তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় নেতা কর্মীদের বক্তব্যকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এর নাম স্মরণ না করায় ফেইসবুক পোস্ট দিয়ে সাবেক ছাত্র লীগ নেতার ক্ষোভ প্রকাশ।
২৮ অক্টোবর (শনিবার) চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানেল উদ্বোধন ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উচ্চপদস্থ বেশ কয়েকজন নেতা।
বক্তব্যকালীন সময়ে নেতারা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খাঁন কায়সার ও সাবেক এমপি মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর নাম স্মরণ করলেও একবারের জন্যেও কেউ স্মরণ করেননি মরহুম আলহাজ্ব মোছেলম উদ্দিন আহমদ এমপির নাম। এতে সমাবেশ শেষে ওইদিন রাতেই ফেইসবুক পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক গ্রস্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক গাজী আল আমিন নামে সাবেক ছাত্র লীগ নেতা।
(গাজী আল আমিন) নামে তাঁর ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান ওই ছাত্র লীগ নেতা।পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আরো বেশ কিছু নেতা কর্মীদের মাঝে একধরনের নানান গুঞ্জন শুরু হয়েছে।
ফেইসবুক পোস্টে সাবেক ছাত্র লীগ নেতা গাজী আল আমিন বলেন, ২৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল জনসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার উচ্চ পদস্থ নেতারা বক্তব্য দিয়েছেন, সবাই বক্তব্যের শুরুতেই মরহুম আতাউর রহমান খাঁন কায়সার ও সাবেক এমপি মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর ভাইয়ের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করলেও একবারের জন্যেও কেউ স্মরণ করেনি প্রিয়নেতা মরহুম আলহাজ্ব মোছেলম উদ্দিন আহমদ এমপির নাম। এতে আমি মর্মাহত হলাম। পোস্টে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের দূর্সময়ের আশ্রয় স্থল ছিলেন প্রিয়নেতা মোছলেম উদ্দিন আহমদ, তিনি আমাদের কাছ থেকে বিদায় নেয়ার একটা বছর যেতে না যেতেই আওয়ামী লীগের নেতা কর্মীরা যে তাঁকে এভাবে ভূলে যাবে তা কল্পনাও করিনি।
জনসভায় বক্তব্যকালে কোনো নেতার মূখে একবারের জন্যেও মরহুম মোছলেম উদ্দিন আহমদের নাম উচ্চারণ করতে শুনিনাই। তাই আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে খুবই মর্মাহত হলাম। আজ হয়তো দারুণ ভাবে কষ্ট পেয়েছে মরহুম আলহাজ্ব মোছেলম উদ্দিন আহমদ এর আত্মা। পোস্টে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মোছেলম উদ্দিন আহমদ এর আত্মার মাগফিরাত কামনা করেন সাবেক ছাত্র লীগের এই নেতা।