ভারত থেকে আলু আমদানির খবরে দিনাজপুরের হিলিতে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে দাম। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। আলু আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি বাজারে আলু কিনতে আসা আমিরুল ইসলাম বলেন, বাজারে প্রায়ই সব জিনিসের দামই বেশি। কিছুদিন যাবত আলুর বাজার অস্থির ছিল। যার ফলে সরকার ভারত থেকে আলু আমদানি করছে। এই খবরে আলুর দাম কমেছে।
হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম মনির বলেন, ভারত থেকে আলু আমদানি হবে সেই খবরে মোকামগুলোতে আলুর দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। আলু আমদানি হলে দাম অনেকটাই কমে যাবে।