আগামী ৫ই নভেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী ঐতিহাসিক আগরতলা রবীন্দ্রনাথ জন্মশতবার্ষিকী ভবনে মঞ্চস্থ হবে নাটক ” বঙ্গবন্ধুর জবানবন্দি “।
নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: হেদায়েত উল্লাহ তুর্কী। তিনি নাটকটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরশিকথা আয়োজিত শারদ সম্মাননা ২০২৩ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী দীপক মজুমদার, মেয়র, আগরতলা পুর নিগম, আরিফ মোহাম্মদ, সহকারী হাইকমিশনার, বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলা, ড. অলক ভট্টাচার্য, কর্পোরেটর, আগরতলা পুর নিগম, শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার, ড. চন্দ্রানী বিশ্বাস, যুগ্ম পরিচালক, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ত্রিপুরা সরকার, ড. সুপ্রতিম বিশ্বাস, সিনিয়র প্রজেক্ট অফিসার, এইচ এস এস, ইউএনডিপি ইন্ডিয়া, ড. রাজীব মালাকার, সহকারী অধ্যাপক ( রুরাল ডেভেলপমেন্ট), শিপার্ড, ত্রিপুরা সরকার, শ্রী মলয় লস্কর, প্রোগ্রাম অফিসার, ওপেন এনএসএস ইউনিট, ত্রিপুরা স্টেট এনএসএস সেল, শ্রীমতী জবা চক্রবর্তী, পরিচালক ( ত্রিপুরা), নেহেরু যুব কেন্দ্র, ভারত সরকার, ডঃ শ্রীলেখা রায়,পরিচালক, ত্রিপুরা ভলান্টারি হেলথ এসোসিয়েশন, শ্রী অমিত ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ত্রিপুরা, শ্রী বিম্বিসার ভট্টাচার্য, অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার, ডাঃ অনুপ কুমার সাহা, প্রিন্সিপাল, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মো: মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের একুশটি ক্লাব এবং বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দকে সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠান টির সার্বিক দায়িত্বে রয়েছেন আরশিকথা’র প্রধান সম্পাদক শান্তনু শর্মা। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল সাড়ে ৪ টায়।