চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সরফভাটায় অসহায় পরিবারকে গৃহনির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা ৪ নম্বর ওয়ার্ড বাঘখায়ের বাড়ির বাসিন্দা মোছা: ডেইজি আকতার (৩৫)কে গৃহনির্মাণের জন্য অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান করেন সরফভাটার সামাজিক ও সেবামূলক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম।
এ সময় উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি’র সভাপতি ডা. আবুল ফজল, সোসাইটির সাধারণ সম্পাদক আবুল কালাম, সোসাইটির যুগ্ম সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন। মানবিক রাঙ্গুনিয়ার প্রতিষ্ঠাতা ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য সাংবাদিক মোঃ কামরুল ইসলাম।
ডেইজি আকতার বলেন, ৫ সন্তানসহ মোট ৭ সদস্যকে নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছিলাম। অর্থের অভাবে পরিবারের ভরণ-পোষণ এবং গৃহনির্মাণ করা তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি আমাকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন দিয়েছে। আমি ও আমার পরিবার তাদের প্রতি কৃতজ্ঞা জানাই।