চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত যুব ভবন, জাফরপুর ০১.১১.২০২৩ খ্রিঃ সকাল ১০টা ৩০ মিনিটে ‘স্মার্ট যুব, সমৃদ্ধি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, যাতায়াত ভাতা, সনদপত্র বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কিসিঞ্জার চাকমা সম্মানিত জেলা প্রশাসক চুয়াডাঙ্গা; বিশেষ অতিথি মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা; জাহাঙ্গীর আলম মালিক, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মাসুম আহমেদ, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চুয়াডাঙ্গা।