শরীয়তপুরের জাজিরা উপজেলার রুপবাবুর হাট এলাকা থেকে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক দুইটার সময় মাঝিরঘাট-জাজিরা মহাসড়কের চৌকিদার কান্দি এলাকায় আহত অবস্থায় মেছো বাঘটিকে উদ্ধার করে বাড়িতে নিয়া যান রুপবাবুর এলাকার বাসিন্দা দবীর হাওলাদার।
দবীর হাওলাদার জানান, আমি রাতে কাজিরহাট থেকে গান শুনে গাড়ি না পেয়ে হেটে বাড়িতে ফিরছিলাম । এসময় চৌকিদার কান্দি এলাকার সড়কে আহত অবস্থায় প্রাণীটিকে দেখতে পাই। তখন প্রাণীটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি এবং বাড়িতে এনে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেছো বাঘটিকে খাচায় বন্দি করে রেখেছি।
তিনি আরও বলেন, আমি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।উদ্ধারকৃত মেছো বাঘটি প্রায় ৩ফিট লম্বা বলে তিনি জানান।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল বলেন, প্রাণীটির প্রকৃত নাম মেছো বিড়াল (Fishing Cat)। কিন্তু অনেক এলাকায় এটিকে মেছোবাঘ নামেও ডাকে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই প্রাণীটির বিচরণ রয়েছে।
তিনি আরও বলেন, ২০০৮ সালে মেছো বিড়ালকে বিপন্ন প্রাণী প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করেছে আইইউসিএন। তাছাড়া বন্যপ্রাণী আইন-২০১২ অনুযায়ী এই প্রজাতি সংরক্ষিত। তাই এই প্রাণীটি হত্যা বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।
প্রাণীটি আঘাত পেয়েছে কিনা সেটা পরীক্ষা করে চিকিৎসা দিয়ে অভয়ারন্যতে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।