কার্তিকের ঘাসের মতো নরম তার মন
সে ঘাসের ডগায় যতন করে রাখা
শিশির বিন্দুর মতো ঝলমলে তার চোখের তারা
কার্তিকের জেগে উঠা জমির মতো
সেও সদ্য বাড়ন্ত ললনা
নতুন ঘাসের মতো সেও সবুজ
দারুন তারুণ্যে উজ্জীবিত
অগ্রহায়নের জমির চৌহদ্দিতে পাকা ধান যেন
বিছানো উর্বশীর সোনালী আঁচল
আকাশের নীচে পাহাড়ের কাল রেখা
যেন অস্পরার চোখে মাখা কাজল
হেমন্তের উষ্ণ হাসি প্রকৃতির অঙ্গে অঙ্গে
যেন লজ্জা ডোরে বাঁধা ঠোঁটে
লাজ ভাঙা আচলে ডাকা হাসি
ঋতু আর নারী রূপের লেনাদেনা
সব ঋতু তুচ্ছ হেমন্তের আঙিনায়।।