রবিবার ২৯ অক্টোবর ভোরে শ্রীমঙ্গল থানার এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একটি অটোরিক্সায় ৭শত ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ সুমন হরিজন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হরিজন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিরাইমপুর আবাসিক এলাকার মৃত রঞ্জন হরিজন এর ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।