চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত কনস্টেবল মোঃ জাবেদ আলী সম্প্রতি বাংলাদেশ পুলিশের আউট সাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল বিষয়ে উত্তীর্ণ হয়ে আউট সাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে সুপারিশপ্রাপ্ত হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ৩০.১০.২০২৩ খ্রি: বেলা আনুমানিক ১২ টার সময় তাকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।