আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে জুয়ার বোর্ড হইতে ০১(এক) সেট তাস ও নগদ ৫,০৬০/- টাকা এবং দুইটি প্লাস্টিকের বস্তা উদ্ধার। গ্রেফতার ৭(সাত) জন।জানাগেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মারজান আল মোনায়েম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী গোবিন্দপুর (মন্ডলপাড়ার মৃত হায়দার আলীর ছেলে,মোঃ লাল্টু (৩৮),গোবিন্দপুর (নতুন বাসস্ট্যান্ড পাড়ার হাসেম আলীর,ছেলে,
মোঃ দেলোয়ার হোসেন (৩২), গোবিন্দপুর (নতুন বাসস্ট্যান্ড পাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে,
মোঃ মুকুল আলী (৪০), গোবিন্দপুর (নতুন বাসস্ট্যান্ড পাড়ার মৃত আবু বাক্কার ছেলে,
মোঃ শফি (৪০), গোবিন্দপুর (নতুন বাসস্ট্যান্ড পাড়ার মৃত হারান আলীর ছেলে,
মোঃ আলম হোসেন (৫০), গোবিন্দপুর ( নতুন বাসস্ট্যান্ড পাড়ার মৃত শমসের আলীর ছেলে,
মোঃ মিশকার (৪২), নওদা বন্ডবিল গ্রামের মৃত শাহাদৎ,এর ছেলে, মোঃ কলিম উদ্দিন (৪৫), সর্ব সাং আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গাদেরকে আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর মন্ডলপাড়া গ্রামের মোহাম্মদ লাল্টু (৩৮),এর পাকা বসত বাড়ির শয়ন কক্ষের মধ্যে হইতে গতকাল রাত সাড়ে ১২ ঘটিকার সময় জুয়া খেলারত অবস্থায় জুয়ার বোর্ড হইতে ১(এক) সেট ব্যবহৃত তাস ও নগদ ৫,০৬০/- টাকা এবং দুইটি প্লাস্টিকের বস্তা সহ হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।আজ তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরন করা হয়েছে।