রাজধানীতে বিএনপির সমাবেশে নিহত পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে শেষবার দেখতে মানুষের ঢল নেমেছিল তার জন্মস্থান মানিকগঞ্জের দৌলতপুরে। সেখানে বিভিন্ন পক্ষ থেকে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
রবিবার বিকেলে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে পারভেজের জানাজার আগে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের দৌলতপুর উপজেলা কমান্ড। পরে সেখানে জানাজা শেষে দৌলতপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
এর আগে আজ দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে আমিরুল ইসলাম পারভেজের জানাজা সম্পন্ন হয়।
নিহত পারভেজ ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন-৩ এ কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক শিশু কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকুটারী ইউনিয়নের বাসিন্দা।