কিশোরগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়েছে। রবিবার সকালে দিকে জেলার শোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, গাড়িটি কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া এলাকায় পৌঁছালে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা গাড়িটি থামিয়ে ভাঙচুর করে।
এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায়ও হরতাল পালিত হচ্ছে, দোকানপাট খোলা রয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।