বিএনপির মহাসমাবেশকে ঘিরে সহিংসতার সময় পুলিশের টিয়ার গ্যাসে আহত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সদস্য রফিক ভূইয়া মারা গেছেন।
রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিইউজে’র সভাপতি শহীদুল ইসলাম।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশায় জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পুলিশের টিয়ার গ্যাসের আঘাতে রিকশা উল্টে ছিটকে পড়েন রফিক ভূইয়া। পরে তাকে আহত অবস্থায় বারডেম হাসপাতালে নেওয়া হয়।
রফিক ভূইয়া মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন এবং তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল বলে জানিয়েছেন বারডেম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
রফিক ভূইয়া সাংবাদিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিয়মিত প্রেসক্লাবে যেতেন। সাংবাদিকতার পাশাপাশি কবিতা ও ছড়া লিখতেন তিনি।