জলা পুলিশ, চুয়াডাঙ্গায় পুলিশ একাডেমী সারদায় একবছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে ০১(এক) জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (পিএসআই) ২৮.১০.২০২৩ খ্রিঃ বেলা ১২ট ৩০ মিনিটে যোগদান করেন। উল্লেখ্য, গত ২৫.১০.২০২৩ খ্রিঃ তারিখ ০৪(চার) জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (পিএসআই) বাস্তব প্রশিক্ষণের উদ্দেশ্যে অত্র জেলায় যোগদান করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক আব্দুল্লাহ্ আল মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর (পিএসআই) হিসেবে যোগদানকারী পুলিশ কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা ও জেলা পুলিশ, চুয়াডাঙ্গায় স্বাগত জানান।