দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে ডুবিসায়বর বন্দর কাজিরহাট বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার আছর নামাজের পর ডুবিসায়বর বন্দর যুব সমাজ ও ইমাম-ওলামা পরিষদের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।
এম এ ওহাব মাদবর ও কাজিরহাট বাজার মসজিদ এর ইমাম ও খতিব আব্দুস সালাম হুজুর এ কর্মসূচিতে নেতৃত্ব দেন। প্রতিবাদ সমাবেশ শেষে বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে প্রায় পাঁচ শত মুসল্লি অংশ নেন।
ডুবিসায়বর বন্দর কাজিরহাট বাজার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি কাজিরহাট পুরান স্টান্ড ও নতুন স্টান্ড দিয়ে প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মুসলিম বিশ্বের প্রতিটি মুসলিম জাতিকে জাগ্রত হওয়া ও ইসরায়েলি পন্য বয়কট সহ,ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে। ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানানো হয়।