বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতাকে আজকাল পর্দায় দেখা যায় না। তবে ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মাঝে আলোচনায় আসেন তিনি। এবার খবরের শিরোনাম হলেন মোটা অর্থ ব্যয়ে বাড়ি কিনে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি বান্দ্রায় একটি নতুন ফ্ল্যাট কিনেছেন প্রীতি। ১৪৭৪ স্কোয়্যার ফিট জায়গা জুড়ে বিস্তৃত অভিনেত্রীর এই ফ্ল্যাট। এটি কিনতে তাকে গুনতে হয়েছে ১৭.১ কোটি রুপি।
মানি কন্ট্রোল দ্বারা অ্যাক্সেস করা ইনডেক্স ট্যাপ ডট কমের (IndexTap.com) নথি অনুসারে, মুম্বাইয়ের বান্দ্রায় পালি হিলে নার্গিস দত্ত রোডের কাছে আগে যে বিল্ডিংয়ে থাকতেন, সেখানে এই নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন প্রীতি। বিয়ের আগে এই বিল্ডিংয়ে থাকতেন তিনি। বিয়ের পর এখন ক্যালিফোর্নিয়ায় থাকেন।
অভিনেত্রী নতুন অ্যাপার্টমেন্ট কেনার পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি নাকি ভারতে থিতু হবেন। ১৭.১ কোটি রুপি দিয়ে এই নতুন অ্যাপার্টমেন্টটি কিনেছেন অভিনেত্রী। দুটি সংরক্ষিত পার্কিং স্পট রয়েছে।
প্রসঙ্গত, বিয়ে করে সংসারী হয়েছেন প্রীতি জিনতা। ঘর আলো করে এসেছে জমজ দুই সন্তান। স্বামী সন্তান নিয়ে তিনি থিতু হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে বসেই বাড়িটি ক্রয় করেছেন তিনি।