ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে ব্রহ্মপুত্রে নদে মাছ ধরতে গেলে ওই ব্যক্তির মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, উজান থেকে বেশ কয়েক দিন আগে লাশটি ভেসে এসেছে।
এদিকে ব্রহ্মপুত্র নদে লাশ ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. সুমন মিয়া গণমাধ্যমকে বলেন, আনুমানিক ষাটোর্ধ্ব বয়সের ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি এবং পাঞ্জাবি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। লাশ শনাক্ত করার চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।