বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৫৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন, পিরোজপুরের নেসারাবাদ উপজেলার নয়ন তারা (৫৮) ও বরিশালের হিজলা উপজেলার রহিমা খাতুন (৬০)। তারা দুজনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩১ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৫২ জন। বিভাগে এখন পর্যন্ত ১৪৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১১০ জন, ভোলা সদর হাসপাতালে নয় জন, বরগুনা জেলা হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে সাতজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।