বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতেছে পাকিস্তান। চেন্নাইতে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে দলটি। পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকা দলেও।
ফিরেছেন অধিনায়ক টেম্বা বাভুমা।চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বাড়িয়েছে স্পিন শক্তি। একাদশে এসেছেন তাবরাইজ শামসি। বাভুমা ছাড়া চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লুঙ্গি এনগিডি। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন রিজা হেনড্রিকস, কাগিসো রাবাদা এবং লিজার্ড উইলিয়ামস।
পাকিস্তান নামছে না অতিরিক্ত স্পিনার নিয়ে। হাসান আলী অসুস্থ থাকার তার জায়গা নিয়েছে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। আর উসামা মিরের জায়গায় একাদশে ফিরেছেন মোহাম্মদ নেওয়াজ।
দক্ষিণ আফ্রিকা একাদশ :
কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজে, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি।
পাকিস্তান একাদশ :
আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, শাদাব খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিফ রউফ।