দামুড়হুদা মডেল থানা কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে মোঃ আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নি:) মোঃ তৌহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৭.১০.২০২৩ খ্রি: তারিখ বিকাল আনুমানিক ৩টা ১০ মিনিটের সময় দামুড়হুদা মডেল থানাধীন লোকনাথপুর সাকিনস্থ লোকনাথপুর মাঠে মোঃ লস্কার মন্ডলের আমবাগানের সামনে লোকনাথপুর টু রুদ্রনগরগামী পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ বাবুল হোসেন(৩৫), পিতা-মোঃ রমজান মন্ডল, সাং-জয়রামপুর (হাজীপাড়া), থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে ০১(এক) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।