আগামী ২৮ অক্টোবর মতিঝিল শাপলা চত্বরেই মহাসমাবেশ করবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এ তথ্য জানান।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশ করবে দলটি।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল হিসেবে জামায়াতকে সভা-সমাবেশ ও মিছিল করতে দেওয়া হচ্ছে না। প্রশাসন সহযোগিতা না করে উল্টো বাধা দিচ্ছে। পুলিশের দায়িত্ব হলো শান্তিপূর্ণ সভা-সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়।
তিনি বলেন, কিছুদিন পরেই জাতীয় নির্বাচন, অথচ এখনও নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা পূর্বশর্ত। কিন্তু সরকার এ বিষয়ে কোনো চিন্তাই করছে না।
জামায়াতের এই নেতা বলেন, দেশের সব শ্রেণির মানুষ মনে করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
এ সময় মহাসমাবেশ সফল করতে প্রশাসন এবং দেশবাসীর সহযোগিতা চেয়েছেন মুজিবুর রহমান।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার বলছেন, জামায়তকে কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না। জামায়াতের বিষয়ে আমাদের অবস্থান একদম পরিস্কার। তাদের জন্য ডিএমপি জিরো টলারেন্স অবস্থানে থাকবে।