চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে আজ দুপুরে দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের ঈদগাহ এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় সন্দেহজনক একজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাকে ধাওয়া করে বিজিবি। পরে বিজিবির সদস্যদের দেখে সাদা রংয়ের একটি শপিং ব্যাগ ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যান তিনি। ব্যাগটি তল্লাশি করে জব্দ করা হয় ৫টি র্স্বণের বার। যার আনুমানিক ওজন ২ কেজি ৩৮৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ২ কোটি ১২ লাখ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ওই ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের ও স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।