চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু মাঠের লড়াইয়ে খুবই নাজেহাল অবস্থার মুখে আছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের চারটি ম্যাচেই শোচনীয় পরাজয় হয়েছে সাকিবদের।
গতকাল (মঙ্গলবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে ৩৮২ রান করার পর তারা ম্যাচ জিতেছে ১৪৯ রানে।
টাইগারদের লজ্জাজনক হারের পর থেকে সোশ্যালে ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনায় মুখর সকল শ্রেণি-পেশার মানুষ। সেই তালিকায় যুক্ত হলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খানও। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকটা খোঁচা মেরেই এক স্ট্যাটাস দিয়েছেন।
বুধবার (২৫ অক্টোবর) ফেসবুক ভেরিফায়েড পেজে লাল-সবুজের জার্সি পরা নিজের কয়েকটি ছবি পোস্ট করেন জায়েদ খান। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘মাঠে আমারই যেতে হবে।’ এমন কথার দ্বারা তিনি ক্রিকেটারদের চেয়ে নিজেকেই খেলায় বেশি পারদর্শী বলে বোঝাতে চেয়েছেন বলে ধারণা নেটিজেনদের!