ট্রাকচালক রুবেল হত্যা, পোকারের
দোকানের অন্তরালে নিষিদ্ধ জুয়া ও মাদকসহ নানান বিষয়ে আলোচনায় রয়েছে কুষ্টিয়ার সদর উপজেলার বটতলা ইউনিয়নের খাজানগর।
খাজানগর পশ্চিমপাড়া গানের আড়ালে মাদক ও জুয়ার আয়োজন হতে যাচ্ছে আগামী (২৮ অক্টোবর )শনিবার । বিভিন্ন সূত্রে জানা যায় ,শনিবার খাজাবাবার ওরশের নামে খাজা নগর পশ্চিম পাড়া প্রগতি অটোমেটিক রাইস মিলের বিপরীতে জুয়া,মাদক সহ বিভিন্ন অপকর্ম করে কিশোর গ্যাং এর অর্থ যোগানের আয়োজন চলছে।
স্হানীয় জনগনের মতে এমনিতেই কিশোর গ্যাং এর কারণে জনজীবন অতিষ্ঠ! তারপরও মাদক জুয়া সহ অসামাজিক কার্য কলাপ হলে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাবে।
এলাকাবাসী জানান, বেশ কিছু ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করে। শনিবারের গানের আয়োজনের কথা বলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চাঁদা উঠানো হচ্ছে। এই গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে যেকোনো সময় সহিংসেতার ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান কামনা করেছেন এলাকাবাসী।