সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল সুন্দর পরিবেশে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রীতিভোজ ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুর রহমানের আমন্ত্রণে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ প্রীতিভোজের আয়োজন করা হয়।
উপজেলার ২৯ টি পূজামান্ডব কমিটির সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সাংবাদিকগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন, এ প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিলন মিয়া প্রমুখ্য।
বক্তাগণ উল্লেখ করেন যে, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুন্দর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করায় উপজেলার উপস্থিত সকল পূজা মন্দিরের সভাপতি, আইন শৃংখলা বাহিনীর সদস্য, পুলিশ ও আনসার বাহিনী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার লোকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রীতিভোজের পর উপজেলার ২৯ টি পূজা মন্দিরের মাঝে পর্যবেক্ষক কমিটির মাধ্যমে নির্বাচন ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পূজা মন্দিরের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
এবারেপ্রথম পুরস্কার অর্জন করেছে কাইত কোনা কাশিপুর পূজা মন্দির, দ্বিতীয় স্থান অধিকার করেছে পলাশ মাঝাইর সার্বজনীন পূজা মন্দির ও তৃতীয় স্থান অর্জন করেছে উপজেলা সদর কৃষ্ণনগর বর্ণালী সার্বজনীন পূজা মন্দির।
এ জাতীয় আরো খবর ....