শরীয়তপুরের জাজিরায় ৭ম শ্রেনীর ছাত্রী ধর্ষণ মামলায় একজনকে আটক করেছে জাজিরা থানা পুলিশ।
আটককৃতের নাম সফিকুল ইসলাম(২২)। সে উপজেলার ছোট মূলনা গ্রামের বাসিন্দা খবির খানের ছেলে।
এজাহার সুত্রে জানা যায়, বাদী মেয়েটি জাজিরা উপজেলার গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়াশোনা করে। স্কুলে যাওয়া আসার সময় বিভিন্ন ভাবে আসামী তাকে প্রেমের প্রস্তাব দিত।
তারই ধারাবাহিতায় গত ১৫ আগষ্ট (মঙ্গলবার) বিকাল ৫টার সময় বাদী মেয়েকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে, আসামী সফিকুল ইসলামের বাড়িতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
পরে বাদী মেয়েটি কান্নাকাটি করলে আসামী তাকে বিয়ে করার কথা বলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কৌশলে তাকে অজ্ঞাত স্থানে রেখে পালিয়ে যায়।
মেয়েটি তার পরিবারের কাছে উক্ত ঘটনা সম্পর্কে জানালে তারা আসামী সফিকুল ইসলামের সাথে বিয়ের কথা বললে সে বিয়ে করতে অস্বীকার জানায়।
এ ঘটনায় সফিকুল ইসলামকে আসামী করে জাজিরা থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-১০, তাং ২৩-১০-২০২৩।
জাজিরা থানার এস আই মোঃ হুমায়ূন কবিরের নেতৃত্বে, একটি চৌকশ টিম সফিকুল ইসলামকে তাদের বাড়ির পাশের বাসা থেকে। ২২অক্টোবর (রবিবার) রাত আনুমানিক ১টার সময় তাকে গ্রেফতার করে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত মামলা রেকর্ডপূর্বক পুলিশি অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এ ধরনের ঘটনা দুঃখজনক উল্লেখ করে ওসি জানান, ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং ধৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।