জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শংকর সাহার বিভ্রান্তমূলক কর্মকান্ড ও অসত্য আচরণের অভিযোগ এনে তার বহিস্কারের দাবিতে উপজেলা ও পৌরসভার বেশকিছু নেতাকর্মী পদত্যাগ পত্র জমা দিয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সন্ধায় উপজেলা ও পৌরসভার বেশকিছু নেতাকর্মী উপজেলার সভাপতির বিভিন্ন অনিয়ম বিভ্রান্ত মূ্লক কর্মকাণ্ডের অভিযোগ দেখিয়ে উপজেলা কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক পলাশ সাহা, যুব বিষয়ক সম্পাদক শুভজিত সাহা পাপ্পু, পৌর কমিটির সহ-সভাপতি ভজন কুমার জয়, বাপন কুমার সাহা, যুগ্ন-সাধারন সম্পাদক কমল কর্মকার, সাংগঠনিক সম্পাদক আশিষ মজুমদার, অর্থ বিষয়ক সম্পাদক শিশির মজুমদার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক দ্বীপ ঘোষ একযোগে পতত্যাগ করেন।
সদ্য পদত্যাগকারী উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ সাহা জানান, সভাপতি বিভিন্ন অনুষ্ঠানের নামে আমাদের কাছ থেকে টাকা তুলে সে টাকা খরচের সঠিক হিসাব প্রদান করেন না। তাছাড়া বিভিন্ন বির্তকিত ব্যক্তিদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাদের পদে আসিন করেন। তার কর্মকান্ড প্রশ্নবিদ্ধ তাই আমি পদত্যাগ করিলাম।
সদ্য পদত্যাগকারী পৌর কমিটির বাপন কুমার সাথা বলেন, উপজেলা সভাপতি নিজের আধিপত্য ধরে রাখতে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। যে একজন পদ পাগল লোক সব পদ তারই লাগবে। পদের জন্য সে সব রকম বির্তকিত কাজ করতে পারে। তার সাথে থেকে সাংগঠনিক কাজ করা সম্ভব না। তাই পদত্যাগ করছি।
কমিটির অনেকেই তার বহিষ্কারের দাবি জানায়, আমরা তাকে বহিষ্কার করার জন্য জেলা সভাপতি/সাধারন সম্পাকের কাছে চিঠি দেবো। সংগঠনের কাজের গতি বৃদ্ধি করতে তার মত বির্তকিত ব্যক্তিকে অপসারন দাবি করছি।
এ বিষয়ে উপজেলা সভাপতি জয়শংকর সাহা জানান, পদত্যাগের বিষয়টি আমি অবগত না এখন পূজা নিয়ে ব্যস্ত আছি।