কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুরে শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ৷
গোস্বামী দূর্গাপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাল্টু রহমানের সার্বিক তত্ত্বাবধানে শুভ মহা নবমী তিথিতে সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজায় গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের বাজার মন্দির, উত্তরমাগুরা, দক্ষিণ মাগুরা, শংকরদিয়া পূজা মন্ডপ সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে মন্দির কমিটি ও হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেন আতাউর রহমান আতা ৷
পূজা মন্ডপ পরিদর্শন শেষে গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে আতাউর রহমান আতা বলেন- ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ধর্মনিরপেক্ষ সেই স্বাধীন দেশে সকল ধর্ম, বর্ণের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করে ধর্মীয় উৎসব পালনের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেবেন বলে আশাবাদ প্রকাশ করেন। তিনি দেশের সার্বিক উন্নয়ন সাধনে ধর্মীয় উৎসব পালনের সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জননেতা মাহাবুব উল আলম হানিফ এমপি’র উন্নয়নের চিত্র তুলে ধরে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে থাকার আহবান জানান ৷
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ৷
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল আলম, দপ্তর সম্পাদক সেলিম রেজা মেম্বার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম, আ.লীগ নেতা নজরুল ইসলাম বশির, আরজু আহাম্মেদ, আকাশ মাহমুদ সহ স্থানীয় আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷