চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড,কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।গতকাল সন্ধার দিকে স্টেশন পাড়া পুজা মন্ডপ কমিটির সভাপতি জয় বিশ্বাস,সম্পাদক দেবদাস বেদ সহ নেতৃবৃন্দের সাথে সৌজন্য মতবিনিময় সহ পুজার সার্বিক বিষয়ে খোজখবর নেন, পরে কালিদাসপুর পুজা মন্ডপে পরিদর্শনে গেলে মন্দির কমিটির সভাপতি বাবু শুশিল কুমার ভৌতিকা ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সফর সঙ্গীদের অভর্থনা জানান।সেখা জেলা প্রশাসক বেশ কিছুক্ষন তাদের সাথে মতবিনিময় করেন সার্বিক খোজ খবর নেন।সেখান থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আলমডাঙ্গা রথতলা দুর্গামন্দির পরিদর্শনে আসেন।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হামিদ রেজা,নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রহমান,সাইফুল ইসলাম সাইফ,অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কদির গনু, উপজেলা সহকারি কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ,ওসি বিল্পব কুমার নাথ,ওসি অপারেশন উপস্থিত ছিলেন।রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সম্পাদক অশিম কুমার সাহা,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস,পরিমল কুমার কালু ঘোষ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক বিশ্বজিৎ সাধু খাঁ,পলাশ আচার্য, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক এ মময় বলেন-আলমডাঙ্গা পুজা মন্দির পরিদর্শন করে দেখলাম,এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল,এছাড়াও হিন্দু মুসলিম সকল ধর্মের লোক একসাথে ধর্মিয় উৎসব পালন করছে।এছাড়াও প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।-এমনটাই দেখতে চেয়েছিলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।পরে কলেজপাড়া পুজা মন্ডপ পরিদর্শনে গেলে তাকে স্বগতম জানান শুভেন্দ সাহা নন্দ,সম্পাদক পরিমল কুমার কালু ঘোষ।সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করেন।প্রতিটি মন্দিরে আনছার ও পুলিশ সদস্য সক্রিয় আছে দেখে তিনি সন্তস প্রকাশ করেন।
এ জাতীয় আরো খবর ....