চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে রাজধানীর মিরপুরে ওমর ফারুক নামে এক টায়ার ব্যবসায়ীকে হত্যা করেছে কিশোর গ্যাং। গতকাল শনিবার রাতে ওই ব্যবসায়ীর বাসার সামনেই এই ব্যবসায়ীর উপর হামলা চালানো হয়। নিহত ব্যবসায়ী ওমর ফারুকের স্বজনরা বলেছেন দীর্ঘ দিন যাবৎ ওমর ফারুকের নিকট মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলো কিশোর গ্যাং। গতকাল রাতে এ হত্যাকাণ্ডের পর থেকেই স্থানিয় শাহ আলী থানা পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাং এর সদস্যদের ধরতে মাঠে নেমেছে, চেষ্টা চলছে আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে মূল আসামি সনাক্তের।
এ হত্যাকাণ্ডের পর ওমর ফারুকের স্বজনরা গণমাধ্যমকে জানান মিরপুর ১ নং এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় তারাই ওমর ফারুকের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। গতকাল কিশোর গ্যাং এর ৮ থেকে ১০ ওমর ফারুকের ওপর হামলা করে। এ সময় তারা রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায় ওমর ফারুককে। এলাকাবাসি ওমর ফারুককে দ্রুত হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।
স্থানিয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।