মাগুরার মহম্মদপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ ঘটিকায় কৃষি অফিসের সামনে এই সার ও বীজ প্রদান করা হয়। উপজেলার ৯ হাজার ৯শত ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শরিষা ৬৮০০ জন, মুসুর ৭০০ জন, ভুট্টা ১৪৪০ জন, গম ৬০০ জন, গ্রীষ্মকালীন পেয়াজ ১৫০ জন, শীতকালীন পেয়াজ ২৫০ জন ও মুগ ডালের বীজ ৪০ জন কৃষকের মাঝে প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম এর সঞ্চালনায় ও মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান।
এসময় উপ সহকারী কৃষি কর্মকর্তা আকবর হোসেন, মাহাবুব রহমান, মৃণাল কান্তি, এমলাচুর রহমান, খাঁন হাসিবুল হাসান, রমজান হোসেন, ঊমর খাঁন, নকিবুর রহমান, আওয়াল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।