পরিবর্তনের প্রত্যয় নিয়ে প্রাথমিক শিক্ষকদের পেশাগত গুণগত মানোন্নয়নে “ জাতীয় শিক্ষাক্রম ২০২১ ” এর আলোকে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে আজ মাগুরা জেলার মহম্মদপুরে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মহম্মদপুর উপজেলা রিসোর্স সেন্টার, মহম্মদপুর কর্তৃক আয়োজিত ও বাস্তবায়িত হচ্ছে এ প্রশিক্ষণ কার্যক্রম।
আজ ২০শে অক্টোবর ২০২৩ ইং তারিখে আয়োজিত এই প্রশিক্ষণের সভাপতি ও কোর্স-কো অর্ডিনেটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বপন কুমার ভৌমিক, ইন্সট্রাক্টর অত্র দপ্তর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ওয়াহিদুর রহমান ( ইউইও,ভারপ্রাপ্ত), জোবায়দা নাজমিন পিটিআই ইন্সট্রাক্টর, মো: ওয়াসিম উদ্দিন ইউইউও, এবং মো: ওয়াহিদুজ্জামান (এইউইও) প্রমুখ।
অংশগ্রহণকারীদের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
২০১৪ সনের জাতীয় পর্যায়ের দেশসেরা ইউআরসি ইন্সট্রাক্টর ও কোর্স-কো-অর্ডিনেটর স্বপন কুমার ভৌমিক প্রশিক্ষণ সম্পন্ন করে গণমাধ্যমকে বলেন, প্রশিক্ষণের নতুন পদ্ধতি ও কৌশল আয়ত্ব করে প্রশিক্ষকবৃন্দ তাঁদের পেশাগত মানোন্নয়নপূর্বক দেশের চলমান প্রাথমিক শিক্ষাকে আরও গ্রহণযোগ্য ও প্রাণবন্ত করতে পারবে।
দেশসেরা শিক্ষা প্রশিক্ষক স্বপন কুমার ভৌমিক আরও বলেন, এই বুনিয়াদি প্রশিক্ষণটির দ্বারা প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ আজীবন সূফল ভোগ করতে পারবে।
প্রশিক্ষণ গ্রহণকারী প্রধান শিক্ষকবৃন্দ ও সহকারী শিক্ষকদের মতে এই প্রশিক্ষণের যাবতীয় কলাকৌশল কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দে প্রয়োগ এবং তা বাস্তবায়নে উপস্থিত সকল শিক্ষক প্রতিজ্ঞাবদ্ধ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে এই প্রশিক্ষণের ৮ম ব্যাচ চলমান এবং ইতোমধ্যে ২১০ জন প্রাথমিক শিক্ষক এই বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।