খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদ ও চুয়াডাঙ্গা উলামা পরিষদ আলমডাঙ্গা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্টিত।গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টার সময় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদের সভাপতি মুফতি খালিদ সাইফুল্লাহ রুহী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছিরে কুরআন হজরত মাওলানা আব্দুল বাসেত খাঁন (সিরাজ গঞ্জ),দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মওলানা মুফতি হাফিজুর রহমান-মেহেরপুরী।বিশিষ্ট আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সভাপতি চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ হজরত মওলানা মুফতি জুনাইদ আল হাবিবী ও সভাপতি খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদ মুফতি আব্দুর রাজ্জাক।চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের ও আলমডাঙ্গা থানা শাখার সাধারন সম্পাদক মওলানা মাহবুবুর রহমান মজনুর উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদের আলমডাঙ্গা থানা শাখার সাধারন সম্পাদক মওলানা আব্বাস উদ্দিন,মুফতি আশরাফ আলী ফারুকি ও মওলানা আকরাম হুসাইন সাইরাফী প্রমুখ।সভায় সন্ধার মধ্যে সভাস্থল লোক সমাগমে ভরপুর হয়ে ওঠে।আলোচক গন কুরআন ও হাদিস সম্পর্কে আলোচনা করেন।প্রধান আলোচক বলেন আমাদের নবী হচ্ছে সকল নবীদের নবী,আমরা সেই নবীর উম্মত।পুর্বের নবীগন বলে গেছেন সর্বশেষ এমন একজন নবী আসবেন তিনি হবেন শেষ নবী,তিনি সকল উম্মতের নবী,সকল নবীদের ইমাম।তাহলে আমরা কি ভাগ্যবান নই।শুধু উম্মত হযে বসে থাকলেই কি হবে।প্রিয় নবীজী যে কাজ করতে বলেছেন সেই কাজ গুলি করতে হবে না হবে না,করতে হবে।আসেন আমরা সেই প্রিয় নবীর কথানুযায়ি কাজ করি।আমাদের নবীর জন্মের হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল।ফিলিস্থিনে মুসলিম ভাইদের যে ভাবে হত্যা জজ্ঞ চলছে আমরা তার তিব্র নিন্দা জানাচ্ছি।প্রথমে আমাদের ঈমান আনতে হবে।কারন ঈমানদার না হলে আমি আপনি কি সঠিক পথে চলতে পারব।পারব না।তাই ধর্মিয় চেতনা বিশ্বাস সব কিছু ঠিক রাখতে ঈমান ঠিক রাখতে হবে।