সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় শেখ রাসেল দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরন, রেলী ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় বঙ্গবন্ধুর মোড়ালে শেখ রাসেলের প্রতিক্রতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কর্মকর্তা – কর্মচারী ও ছাত্র – ছাত্রীদের অংশগ্রহনে এক রেলী অনুষ্ঠিত হয়। বুধবার ( ১৮ অক্টোবর) সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুর রহমান এর সভাপতিত্ব ও মাষ্টার অনঞ্জন কুমার দে এর সনঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর উদ্দিন। তিনি ৬০ তম শেখ রাসেল জন্ম দিন উপলক্ষে বলেন, শেখ রাসেল অত্যন্ত নিরব বুদ্ধিমান এবং খেলা -দোলা সাংস্কৃতির তার অগাত ভালোবাসা ও আগ্রহ ছিল। বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন – বিশ্বম্ভরপুর উপজেলা অফিসার ইনচার্জ মোঃ শ্যামল বণিক, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার আপ্তাব উদ্দিন মাষ্টার, সলোকাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম তপন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি শিল্পী রানী মোদক, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খান, বিশ্বম্ভরপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিকুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান আহমদ , ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। বক্তারা উল্লেখ করেন যে, শেখ রাসেল দিবসের তাৎপর্য তুলে দরেন এবং তার কৃত কর্ম তুলে ধরেন।