আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হাটে-বাজারে শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে গনসংযোগ করছেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনের সংসদ সদস্য ও মনোয়নয় প্রত্যাশী আলহার শফিকুল আজম খান চঞ্চল।
তিনি বলেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আপনারা অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ দেখতে পাবেন। রোববার মহেশপুরের পাস্তপাড়া বাজারে ও কোটচাদপুরের সাদাপুর বাজারে গনসংযোগকালে তিনি প্রতিটা দোকানে দোকানে গিয়ে শেষ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকা প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন কোটচাদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পাস্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আৰু বকর মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীনসহ পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীগন।