রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের ২নং ওয়ার্ডে (রাতুগ্রাম) সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর ) সকালে রাতুগ্রাম পুর্বপাড়া ময়েজউদ্দিনের বাড়ির মোড় হতে দক্ষিনপাড়া জামে-মসজিদ পর্যন্ত ৩ লক্ষ টাকা ব্যয়ে ২৫০ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ২নং কিসমত গনকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ।
এসময় তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। রাস্তাটি নির্মাণের ফলে এলাকাবাসীর চলাচলের আর ভোগান্তি থাকবে না। এছাড়াও অবহেলিত সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ফজলুর রহমান, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রশিদ প্রাং, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল উদ্দিন, সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় লোকজনের সাথে কথা বললে তারা বলেন, অনেক কষ্টে ছিলাম এই রাস্তা নিয়ে, আমাদের জনতার চেয়ারম্যানের প্রচেষ্টায় নতুনভাবে পাকা রাস্তায় আজ থেকে খুব ভালোভাবে চলাচল করতে পারব। ধন্যবাদ জানাই চেয়ারম্যান আবুল কালাম আজাদকে।
রাস্তার উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ জাতীয় আরো খবর ....