ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্কুলের ভবন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকাল ৪টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন,ঠাকুরগাঁও-২আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন,উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর,মোসলেম উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প,মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল, সহসভাপতি নজরুল ইসলাম বাবু, গেদুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আবু তাহের রেজা, হরিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনাব্বর হোসেন প্রমূখ।
এসময় ৬৫ লাখ টাকা ব্যয় তোররা হাট থেকে বশালগাও ৬শ মিটার রাস্তা নির্মাণ, ১কোটি ৫৭লাখ টাকা ব্যয়ে তোররা ভিলেজ থেকে বশালগাও রোড নির্মাণ, ৮৯ লাখ টাকা ব্যয়ে তোররা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ ও ১৬ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
পরে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর ....