মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সুনামগঞ্জেরউ দ্যোগে রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সুনামগঞ্জের সভাপতি শাহ আবু নাসের কর্মশালায় সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন।
কর্মশালায় আলোচ্য বিষয় উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিলেট অফিসের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মুহাম্মদ নাইমুর রহমান এবং রিজিওনাল ম্যানেজার মোছাম্মদ রাহিমা বেগম।
ইউএসএইডের অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. শামছুন্নাহার শাহানা রব্বানী,জেলা বিএনপি’র সহ-সভাপতি নাদের আহমদ, সহ-সভাপতি রেজাউল হক, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া আরা বেগম শাম্মী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,সুনামগঞ্জ জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জয়শ্রী বাবলি, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোঃ কাওছার, পৌর কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ কাউছার, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জাপা’র ছাত্রসমাজ সংগঠনের নেতা দিলবর হোসেন, সাংবাদিক আকরাম উদ্দিন ও রাজু আহমেদ।
কর্মশালায় বক্তারা বলেন, রাজনৈতিক সৌহার্দ্যের সুনামগঞ্জে সকল শ্রেণী পেশার মানুষজন দল থেকে সম্পর্ক বড় মনে করেন। রাজনৈতিক দলে ও কাজে বিভক্ত থাকলেও সম্পর্ক অক্ষুন্ন রাখতে সবাই সচেতন।
তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়, সে বিষয়ে সকলে সচেতন থাকতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে গণ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি হাতে নেয়া হবে। এই কর্মসূচিকে সামনে রেখে ক্যাম্পেইন করার প্রয়োজনীয়তা রয়েছে। সকলকে এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
সকলে সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণ মূলক একটি নির্বাচন এবং মান্ত প্রত্যাশা ব্যক্ত করেন। ।